শুনলেই অবাক হওয়ার মত বিষয়। চিড়ার পোলাও। আসলেই কি চিড়ার পোলাও হয়। হাঁ হয়। চলুন তাহলে জেনে নেই।
উপকরণ
চিড়া ২ কাপ, ঘি ২ টেবিল চামচ, তেল পরিমাণমতো, ডিম ২টি, চিকেন ৫০০ গ্রাম, গোলমরিচের গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদমতো, সবজি এক কাপ, মটরশুঁটি এক টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি এক টেবিল চামচ লাল, হলুদ ক্যাপসিকাম কুচি এক টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ২ চা চামচ, আদা বাটা এক চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন বাটা এক চা চামচ, চিংড়ি মাছ ১০/১২ টা এবং ধনেপাতা পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি
প্রথমে ফ্রাইপ্যানে ঘি ও তেল গরম করে নিন। এবার ডিম ফেটিয়ে নিয়ে ভেজে নামিয়ে নিন। ফ্রাইপ্যানে আবারও তেল ও সামান্য ঘি গরম করে চিকেন, গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে হালকা ভেজে নিন। এবার গরম তেলে চিংড়ি মাছ, সবজি, মটরশুঁটি, লাল ক্যাপসিকাম কুচি, হলুদ ক্যাপসিকাম কুচি, লবণ, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি মিশিয়ে ভেজে নিন।
তারপর একে একে মিশিয়ে নিন আদা বাটা, রসুন বাটা, ভাজা ডিম, চিড়া, ধনেপাতা কুচি, গোলমরিচের গুঁড়া। আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে ভেজে নিন। এরপর মিশিয়ে দিন ভাজা চিকেন। ভালো করে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন। সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিড়ার পোলাও।
-এটি
