প্রশ্ন: ফেসবুকের নিউজফিডে দেখা যায় যে অনেকে পোস্ট করে, ‘আপনি মুসলমান হয়ে থাকলে অবশ্যই একবার হলেও আমিন বা আল্লাহ লিখুন’। এরূপ পোস্টে যদি আমরা কমেন্ট না করি, তাহলে কি গুনাহগার হব?
-মিজানুর রহমান, ফেনী
উত্তর: এ জাতীয় পোস্টের কমেন্টে ‘আল্লাহ’ শব্দ লেখা বা না লেখার সঙ্গে গুনাহ বা সওয়াবের কোনো সম্পর্ক নেই।

আমি একজন স্বপ্নবাজ। স্বপ্ন আঁকি হ্বদয়ের ভাষায় । কলমের আঁচড়ে জাগিয়ে তুলি শিল্প । গল্প কবিতা ছড়ায় আঁকিবুকি কাটি । আমি লিখি এখানটাতে মনের মাধুরি মিশিয়ে । স্বপ্নর কথা । দেশের কথা । ছন্দ আঁকি ছড়ায় ছড়ায় । কিংবা কবিতায় ।