স্মার্টফোনে গুগল ক্রোমের থেকে জনপ্রিয় ব্রাউজার পাওয়া মুশকিল। অনেকে অন্য গুটিকয়েক ব্রাউজার ব্যবহার করলেও সবার নজর থাকে ক্রোমেই। ক্রোম ব্রাউজার ব্যবহার করা হোক কিংবা নেট ব্রাউজিং, বিজ্ঞাপনের বাহারে বিরক্তি চলে আসাটা স্বাভাবিক। অধিকাংশ বিজ্ঞাপনই মানহীন এবং অন্যদের সামনে আপনাকে বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলে দেয়।
কম্পিউটারে অনেকে এড ব্লকার ব্যবহার করলেও ফোনের বিজ্ঞাপন কিভাবে বন্ধ করবেন জানেন না। এদিকে ফোনে ভিডিও বিজ্ঞাপন চালু থাকে স্বয়ংক্রিয়ভাবে। ফলে ফোনের চার্জ কমতে থাকে। তাই বিজ্ঞাপন নানাদিক থেকেই অসুবিধা।
যেভাবে বন্ধ করবেন বিজ্ঞাপন
প্রথমে ফোনে ক্রোম ব্রাউজার চালু করুন। ফোনের ওপরের দিকে ডানপাশে তিনটি ডটে ক্লিক করুন। এবার সেটিংস অপশনে গিয়ে নিচে স্ক্রল করুন। সাইট সেটিংস নামে একটি অপশন আসবে। সাইট সেটিংস এ ক্লিক করে ‘পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস’ টগল চালু করে দিন। আবার সাইট সেটিংস-এ যান এবং ইন্ট্রুসিভ অ্যাডস টগল চালু করে দিন। ব্যাস, অনাকাঙ্ক্ষিত সব বিজ্ঞাপনই এবার বন্ধ হবে।

জন্ম কুমিল্লায়। নিউজ পোর্টাল আওয়ার ইসলামে সাব-এডিটর হিসেবে কাজ করেছি পাঁচ বছর। চলমান সময়ে নতুন কর্মক্ষেত্রে ব্যস্ত সময় পার হচ্ছে।