খরগোশ তৃণভোজী ও স্তন্যপায়ী একটি প্রাণী। এদের লেজ খাটো এবং কান ও পেছনের পা লম্বা। বনে জঙ্গলে সাধারণত তৃণভূমি এলাকায় খরগোশ বসবাস করে। এছাড়া এটি গৃহপালিত প্রাণী হিসেবেও জনপ্রিয় ও প্রসিদ্ধ। আমাদের দেশে অনেকেই খরগোশ পোষেন।
খরগোশ হালাল প্রাণী। সাহাবীগণ খরগোশের গোশত খেয়েছেন। নবীজি সা. এর সামনে খরগোশের গোশত খাওয়া হয়েছে। নবীজিকে হাদিয়া দেয়া হয়েছে। তিনি তা গ্রহণ করেছেন। এসব কিছু থেকে প্রমাণিত খরগোশের গোশত হালাল।
লোকমুখে প্রসিদ্ধ যে, খরগোশ দু’ধরনের রয়েছে খুরপা অর্থাৎ ছাগলের মত পা এবং বিড়াল পা। এ কথার কোন বাস্তবতা নেই। সব খরগোশেরই পাঁচটি আঙ্গুল। বিড়ালের মত পা। প্রাণী বিশেষজ্ঞদের মতে, খুরপা বিশিষ্ট খরগোশ পৃথিবীতে কখনো ছিল না। পৃথিবীতে কোথাও এর অস্তিত্ব আছে বলে প্রাণী বিশেষজ্ঞদের জানা নেই।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ مَرَرْنَا فَاسْتَنْفَجْنَا أَرْنَبًا بِمَرِّ الظَّهْرَانِ فَسَعَوْا عَلَيْهِ فَلَغَبُوا . قَالَ فَسَعَيْتُ حَتَّى أَدْرَكْتُهَا فَأَتَيْتُ بِهَا أَبَا طَلْحَةَ فَذَبَحَهَا فَبَعَثَ بِوَرِكِهَا وَفَخِذَيْهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَتَيْتُ بِهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَبِلَهُ .
আনাস ইবনু মালিক রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত: তিনি বলেন, আমরা চলতে চলতে ‘মার্রুয যাহ্রান’ নামক স্থানে পৌঁছলে সেখানে একটি খরগোশকে ধাওয়া করলাম। লোকজনও সেটাকে ধাওয়া করলো এবং তারা ক্লান্ত হয়ে পড়লো। তিনি বলেন, অবশেষে আমি ধাওয়া করে ওটা ধরে ফেলি এবং আবূ তালহার কাছে নিয়ে আসি। তিনি এটাকে যাবাহ করলেন এবং পেছনের অংশ ও উভয় রান রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে পাঠালেন। আমি এগুলো রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে নিয়ে এলে তিনি তা গ্রহণ করেন। —সহিহ মুসলিম, হাদিস নং ৪৯৪২
-মুসলিম বাংলা ওয়েবসাইট।

জন্ম কুমিল্লায়। নিউজ পোর্টাল আওয়ার ইসলামে সাব-এডিটর হিসেবে কাজ করেছি পাঁচ বছর। চলমান সময়ে নতুন কর্মক্ষেত্রে ব্যস্ত সময় পার হচ্ছে।