মানুষের প্রতি অকৃত্রিম বিশ্বাস আর ভালোবাসার পাশাপাশি বৈচিত্র্যময় ক্ষমতা শুধুমাত্র পোষা প্রাণীর থেকেও অধিক গুরুত্বপূর্ণ করে তোলে কুকুরকে। আনুগত্যের সঙ্গে যখন এদের বিস্ময়কর বুদ্ধিমত্তা যোগ হয় তখন অনায়াসেই এরা মানুষের এমন সঙ্গীতে পরিণত হয়, যার কোনো বিকল্প হয় না। এদের মধ্যে বিশেষ কিছু কুকুরের অসাধারণ দক্ষতা রয়েছে। এগুলোকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে নানা ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা সম্ভব। অপরাধীদের পিছু ছোটা থেকে শুরু করে লুকানো মাদকদ্রব্য উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বিভিন্ন কর্মকাণ্ডে এরা অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। এগুলোর মধ্য থেকে বিশ্বের শীর্ষস্থানীয় ১০টি পুলিশ কুকুরের জাত সম্বন্ধে আলোচনা করা হয়েছে এই নিবন্ধে। চলুন, যে বৈশিষ্ট্যগুলোর কারণে কুকুরগুলোকে অন্য সব প্রজাতিদের থেকে আলাদা- তা জেনে নেওয়া যাক।
জার্মান শেফার্ড
১৮৯৯ সাল থেকে বিভিন্ন জার্মান কুকুর ব্যবহার করে এই জাতটি তৈরি করেছিলেন ম্যাক্স ভন স্টেফানিৎস। সে সময় ভেড়া পালনের উদ্দেশ্যে তৈরি এই কুকুর পরে যেকোনো কিছু খুঁজে বের করা ও উদ্ধারসহ পুলিশের নানা কাজে ব্যবহার করা হয়েছে। যুক্তরাজ্যে অ্যালসেশিয়ান নামে বহুল পরিচিত এই জাত এমনকি যুদ্ধেও অংশ নিয়েছিল। এই জাতের উচ্চতা পুরুষ কুকুরের ক্ষেত্রে ৬০ থেকে ৬৫ সেন্টিমিটার এবং স্ত্রী কুকুরের বেলায় ৫৫ থেকে ৬০ সেন্টিমিটার। পুরুষ জার্মান শেফার্ডের ওজন ৩০ থেকে ৪০ কেজি, আর স্ত্রী কুকুরের ওজন হয় ২২ থেকে ৩২ কেজি। বিফ ওরফে ব্রায়ান নামের শেফার্ড ১৯৪৭-এর ২৯ মার্চ ১৩তম ল্যাঙ্কাশায়ার ব্যাটালিয়ান প্যারাট্রুপারদের কাজে সহায়তা করেছিল।শেফার্ডরা এখনও সহায়ক ভূমিকা পালন করে মৃতদেহ অনুসন্ধান, মাদকদ্রব্য শনাক্তকরণ, বিস্ফোরক শনাক্তকরণ এবং মাইন শনাক্তকরণের কাজে। বিশ্ব জুড়ে উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত অ্যালসেশিয়ান সরবরাহকারী প্রসিদ্ধ নিরাপত্তা পরিষেবা প্রতিষ্ঠানগুলো হলো ডেনমার্কের এজেন্সি গার্ড ডগ পেট্রোল, ব্রিটিশ কোম্পানি আন্তর্জাতিক ভিআইপি বডিগার্ড (আইভিআইপিবি) লিমিটেড এবং যুক্তরাজ্যের স্পার্টা সিকিউরিটি গ্রুপ।
বেলজিয়ান ম্যালিনোইস
শনাক্তকরণ, গার্ড, গাইডসহ নানা পুলিশি কর্মকাণ্ডের জন্য সহায়ক এই কুকুর বিভিন্ন নামে পরিচিত। সেগুলোর মধ্যে বেলজিয়ান শেপডগ, বেলজিয়ান শেফার্ড বা চিয়েন ডি বার্জার বেলজ নামগুলো সর্বাধিক পরিচিত। এই জাতটি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয় ভূমিকা পালনের পর থেকে আজ অবধি সামরিক কাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে। এই জাতের মধ্যে পুরুষ কুকুরগুলো সাধারণত ৬০ থেকে ৬৬ সেন্টিমিটার আর স্ত্রীগুলো ৫৬ থেকে ৬২ সেন্টিমিটার হয়ে থাকে। ওজনে একটি পুরুষ কুকুর ২৫ থেকে ৩০ কেজির কাছাকাছি আর স্ত্রী কুকুর প্রায় ২০ থেকে ২৫ কেজি পর্যন্ত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী, মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর ওকেটজ ইউনিট, অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনী এবং ক্রুগার ন্যাশনাল পার্কের অ্যান্টি-পাচিং ক্যানাইন ইউনিট ম্যালিনোইসদের ব্যবহার করে থাকে।অস্ট্রেলিয়ান আর্মিদের আফগানিস্তানে যুদ্ধের সময় একজন বিদ্রোহীকে বন্দি করার কাজে সহায়তার জন্য কুগা নামের ম্যালিনোইসকে ডিকিন পদক দেওয়া হয়। ম্যালিনোইসদের মতো পুলিশ কুকুরদের পরিষেবা দানকারী প্রখ্যাত নিরাপত্তা সংস্থাগুলো হলো- যুক্তরাজ্যের আইভিআইপিবি ও আমেরিকার ইন্টিগ্রিটি কেনাইন পরিষেবা।
ব্লাডহাউন্ড
প্রখর ঘ্রাণশক্তি সম্পন্ন শিকারীদের মধ্যে হাউন্ডের কোনো জুড়ি নেই। হরিণ, বন্য শুয়োর, খরগোশ শিকারের জন্য এদের প্রজনন শুরু হয়েছিল সেই মধ্যযুগে। সর্বপ্রথম কে এই জাতটি তৈরি করেছিল তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। কিন্তু আনুমানিক ১০০০ খ্রিস্টাব্দে বেলজিয়ামের সেন্ট-হুবার্ট মঠে সন্ন্যাসীদের হাতে এর প্রথম জাতের জন্ম। এখনও সারা বিশ্বে হাউন্ডদের ব্যবহার করা হয় আইন প্রয়োগকারীদের পলায়নরত বন্দি, নিখোঁজ ব্যক্তি ও হারিয়ে যাওয়া পোষা প্রাণীদের খুঁজে বের করতে। একটি পুরুষ হাউন্ডের ওজন ৪৬ থেকে ৫৪ কেজি এবং স্ত্রী হাউন্ডের ওজন হয়ে থাকে ৪০ থেকে ৪৮ কেজি। পুরুষ কুকুর উচ্চতায় ৬৪ থেকে ৭২ সেস্টিমিটার হয়, যেখানে স্ত্রী কুকুরগুলো ৫৮ থেকে সর্বোচ্চ ৬৬ সেস্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। ইউএস আর্মির ৬১৫-তম মিলিটারি পুলিশ কোম্পানির মাসকট হলো একটি ব্লাডহাউন্ড। আইভিআইপিবি প্রতিষ্ঠান উচ্চ প্রশিক্ষিত ব্লাডহাউন্ড সরবরাহ করে থাকে।
বক্সার
জার্মানিতে গড়ে ওঠা এই ম্যাস্টিফ জাতটি তৈরি করা হয়েছিল ওল্ড ইংলিশ বুলডগ এবং বর্তমানে বিলুপ্ত বুলেনবিসারের প্রজনন থেকে। বক্সাররা ব্র্যাচিসেফালিক হয়ে থাকে, অর্থাৎ এদের চওড়া অথচ ছোট মাথার খুলি থাকে। একটি পুরুষ বক্সারের উচ্চতা ৫৬ থেকে ৬৪ সেন্টিমিটার আর স্ত্রী কুকুরের উচ্চতা ৫৩ থেকে ৬১ সেন্টিমিটার। পুরুষ বক্সার ওজনে ৩০ থেকে ৩২ কেজি হয়, অন্যদিকে স্ত্রী বক্সারের ওজন ২৫ থেকে ২৭ কেজির মধ্যে থাকে। ধৈর্যশীলতা, শিশুদের প্রতি উৎসাহী ও সুরক্ষামূলক হওয়ার কারণে বক্সাররা বাচ্চাদের সঙ্গে খুব তাড়াতাড়ি সখ্য করে নিতে পারে।সামরিক সংঘাতে দায়িত্ব পালনের সময় বীরত্বের জন্য পাঞ্চ ও জুডি নামে বক্সার জুটিকে ডিকিন পদক দেওয়া হয়েছিল। আইভিআইপিবির পুলিশ কুকুর সেবার মধ্যে এই বক্সাররাও আছে।
ডোবারম্যান পিনসার
১৮৯০ সালের দিকে লুই ডোবারম্যান নামে জার্মানির এক কর সংগ্রাহক তৈরি করেছিলেন এই কুকুরের জাতটি। দৃঢ়চেতা ও অনুগত ডোবারম্যান বুদ্ধিমান, সতর্ক ও রক্ষক কুকুর হিসেবে পরিচিত। পুরুষ কুকুরগুলো যেখানে ৬৮ থেকে ৭২ সেন্টিমিটার, স্ত্রী কুকুরগুলো সেখানে ৬৩ থেকে ৬৮ সেন্টিমিটারের হয়ে থাকে। পুরুষ ডোবারম্যানের আদর্শ ওজন ৪০ থেকে ৪৫ কেজি এবং স্ত্রীগুলো ৩২ থেকে ৩৫ কেজির হয়ে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রহরী কুকুর হিসেবে ব্যবহৃত হওয়ার পর থেকে এরা জনপ্রিয় হতে শুরু করে। ক্যাপি নামের ডোবারম্যান জাপানি সৈন্যদের ব্যাপারে সতর্ক করে জীবন বাঁচিয়েছিল ২৫০ জন মার্কিন মেরিনদের। যুদ্ধে নিহত হওয়া কুকুরদের মধ্যে প্রথম সমাধিস্থ করা হয় কার্ট নামে এক ডোবারম্যানকে। সেটি পরে বিশাল এক সমাধি ক্ষেত্রে পরিণত হয়। সেখানকার স্মৃতিস্তম্ভে কার্ট ও ক্যাপিসহ আরও ২৩টি ডোবারম্যানের নাম খোদাই করা আছে। আইভিআইপিবির নিরাপত্তা কুকুর পরিষেবায় এই কুকুরটিও অন্তর্ভুক্ত আছে।
সেরা পুলিশ কুকুরের জাত
রটওয়েইলার, ল্যাব্রাডোর রিট্রিভার, বুভিয়ার দেস ফ্লান্দ্রেস, আমেরিকান পিট বুল টেরিয়ার, জায়ান্ট শ্নোউজার, (ইউএনবি ডিজিটাল ইমেজ)
রটওয়েইলার
এই গৃহপালিত কুকুরের জাতটি জার্মানিতে রটওয়েইলার মেটজগারহন্ড নামে পরিচিত ছিল। কারণ এদের প্রধান উদ্দেশ্য ছিল পশুপালন করা এবং মাংস বোঝাই করা গাড়ি বাজারে নিয়ে যাওয়া। এখন বিশ্বের নানা প্রান্তে এদের ব্যবহার করা হয় অনুসন্ধান, উদ্ধার, প্রহরা ও পুলিশি কাজে।একটি পুরুষ রটওয়েলার ৬১ থেকে ৬৯ সেন্টিমিটারের হয়ে থাকে, যেখানে স্ত্রী কুকুরগুলো ৫৬ থেকে ৬৩ সেন্টিমিটারের হয়। ওজনের দিক থেকে পুরুষগুলো ৫০ থেকে ৬০ কেজির এবং স্ত্রীগুলো ৩৫ থেকে ৪৮ কেজির হয়ে থাকে। বেশ শক্তিশালী জাত হওয়ায় বিভিন্ন কুকুরের খেলায় এদের ব্যবহার করা হয়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরা বার্তা বহন, অ্যাম্বুলেন্সে রোগী নেওয়া ও প্রহরী কুকুরসহ বিভিন্ন কাজে সহায়তা করেছিল। আইভিআইপিবি কোম্পানি বিভিন্ন সরকারি ও বেসরকারি আইন প্রয়োগকারী সংস্থায় এই জাতটি সরবরাহ করে থাকে।
ল্যাব্রাডোর রিট্রিভার
এই ব্রিটিশ প্রজাতির গানডগের বিকাশ ঘটানো হয়েছিল নিউফাউন্ডল্যান্ডের (বর্তমানে কানাডার একটি প্রদেশ) ল্যাব্রাডোর থেকে আমদানি করা কুকুর থেকে। সময়টা ছিল ১৮৩০-এর দশক, যখন দশম আর্ল অব হোম এবং তার দুই ভাগ্নে পঞ্চম ডিউক অব বুক্লুচ এবং লর্ড জন স্কট কুকুরগুলোকে ইউরোপে নিয়ে আসেন। শিকারী কুকুর হিসেবে প্রজনন ঘটালেও বন্ধুত্বপূর্ণ ও উদ্যমী ল্যাব্রাডোরদের এখন কুকুর খেলা ও গার্ডডগ হিসেবেও ব্যবহার করা হয়। এই জাতের পুরুষগুলোর ওজন ২৯ থেকে ৩৬ কেজি, আর স্ত্রীগুলোর ওজন হয় ২৫ থেকে ৩২ কেজি পর্যন্ত। উচ্চতার দিক থেকে পুরুষগুলো ৫৬ থেকে ৫৭ সেন্টিমিটারের, আর স্ত্রীগুলো ৫৪ থেকে ৫৬ সেন্টিমিটারের হয়ে থাকে। ভিয়েতনাম যুদ্ধের সময় এদের মৃত বা আহত সৈন্যের কিংবা শত্রুর অবস্থান খুঁজে বের করার জন্য স্কাউট কুকুর হিসেবে ব্যবহার করা হয়েছিল। আন্তর্জাতিক বিভিন্ন প্রসিদ্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ভাবে আইভিআইপিবি সংস্থাটি এদের যোগান দিয়ে যাচ্ছে।
বুভিয়ার দেস ফ্লান্দ্রেস
বেলজিয়ামের ফ্ল্যান্ডার্সে উদ্ভূত এই জাতটি নানা নামে পরিচিত। যেমন টাচিউর ডি বাফ (যার অর্থ গবাদি পশুর চালক), ভ্লাম্স কেহন্ড (ফ্লেমিশ কাউ ডগ) ও ভিলবার্দ (ময়লা দাড়ি)। এগুলো মূলত গবাদি পশু চরানো এবং কার্ট টানাসহ সাধারণ খামারের কাজে ব্যবহৃত হতো। কিন্তু আজকাল পোষ্য প্রাণীসহ শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের গাইড কুকুর, প্রহরী কুকুর ও পুলিশ কুকুর হিসেবে এদের জনপ্রিয়তা বাড়ছে। এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ভারী দাড়ি এবং গোঁফে ঢাকা মাথা। পুরুষ কুকুরগুলো ৬২ থেকে ৬৮ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট ও ওজনে ৩৫ থেকে ৫৫ কেজির হয়। অন্যদিকে, স্ত্রী কুকুরগুলোর উচ্চতা হয় ৫৯ থেকে ৬৫ সেন্টিমিটার, আর ওজন ২৭ থেকে ৩৫ কেজি। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে বার্তা বহন করা এবং অ্যাম্বুলেন্সের লিটার টানার মতো কাজে সহায়তা করেছিল ফ্ল্যান্ডার্স। আইভিআইপিবির উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কুকুরের তালিকায় এই জাতটিও আছে।
আমেরিকান পিট বুল টেরিয়ার
ইউনাইটেড কেনেল ক্লাব (ইউকেসি) এবং আমেরিকান ডগ ব্রিডার অ্যাসোসিয়েশন (এডিবিএ) স্বীকৃত এই জাতের পূর্বপুরুষদের জন্ম ব্রিটিশ দ্বীপপুঞ্জে। বিংশ শতাব্দীর গোড়ার দিকে এগুলো আমেরিকায় আধা-বন্য গবাদি পশু চরানো বিশেষ করে শূকর শিকার করতে এবং পরিবারের সঙ্গী হিসেবে ব্যবহৃত হতো। উচ্চতায় এই জাতের পুরুষগুলো সাধারণত প্রায় ৪৫ থেকে ৫৩ সেন্টিমিটার এবং ওজনে প্রায় ১৫ থেকে ২৭ কেজি হয়। অন্যদিকে, স্ত্রীগুলো উচ্চতায় ৪৩ থেকে ৫০ সেন্টিমিটার এবং ১৩ থেকে ২২ কেজি ওজনের হয়। শক্তিশালী, আত্মবিশ্বাস ও প্রাণবন্ত পিট বুল পর্বতারোহণে সক্ষম। উচ্চ স্তরের বুদ্ধিমত্তা এবং প্রবল উদ্দীপনার কারণে কুকুর খেলাসহ বিভিন্ন প্রতিযোগিতাপূর্ণ ইভেন্টগুলোতে এরা দারুণ নৈপুণ্য প্রদর্শন করে। মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও বিস্ফোরক শনাক্তকরণ, বর্ডার পেট্রোল, বধিরদের পরিষেবা প্রদান ও থেরাপি কুকুরসহ বিভিন্ন পরিষেবায় এদের ব্যবহার হয়ে আসছে।
জায়ান্ট শ্নোউজার
১৭ শতকে জার্মানিতে বেড়ে ওঠা এই কুকুরের জাতটি স্ট্যান্ডার্ড শ্নোউজার এবং মিনিয়েচার শ্নোউজার নামের তার অন্য দুটি জাত থেকে তুলনামুলক বড়। এর প্রজনন হয়েছিল মূলত গবাদি পশু বাজারে নিয়ে যাওয়া এবং কৃষকের ক্ষেত-খামার রক্ষা করা কাজে সহায়তার জন্য।প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে সামরিক কুকুর হিসেবে ব্যবহারের আগ পর্যন্ত, বেভারিয়ার বাইরে কেউ এদের চিনত না। এই জাতের পুরুষগুলোর উচ্চতা ৬৫ থেকে ৭০ সেন্টিমিটার এবং ওজন হয় ২৭ থেকে ৪৮ কেজি। স্ত্রী কুকুরগুলো সেখানে উচ্চতায় ৬০ থেকে ৬৫ সেন্টিমিটার এবং ওজনে হয় ২৫ থেকে ৩৪ কেজি পর্যন্ত। শান্ত হলেও শ্নোউজাররা অপরিচিতদের প্রতি সহজাতভাবে সন্দেহপ্রবণ হয়। এদের হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠার প্রবণতা রয়েছে এবং চরম উত্তেজনায় এরা নির্দেশনা মেনে চলতে পারে। বর্তমানে এদের বিভিন্ন কুকুর খেলায় ব্যবহার করা হয়। লন্ডনের শেরগ্রুপ নিরাপত্তা পরিষেবায় অন্যান্য বিখ্যাত গার্ড কুকুরের সঙ্গে এই জাতটিও সরবরাহ করছে।
বিশ্বের শীর্ষস্থানীয় এই ১০টি পুলিশ কুকুরের জাতের মধ্য সুপারডগ বলা যেতে পারে জার্মান শেফার্ডকে। অবশ্য জাতের দিক থেকে কিছুটা কাছাকাছি হওয়ায় বেলজিয়ান ম্যালিনোইসরা এদের টেক্কা দিতে পারে। ব্লাডহাউন্ড আর বক্সার যেখানে ট্র্যাকিং দক্ষতায় সেরা, সেখানে অতুলনীয় সাহস প্রদর্শনের ক্ষেত্রে ডোবারম্যান পিনসার ও রটওয়েইলারের কথা আলাদা করে বলতে হয়। পোষা প্রাণীর সমগ্রে শৈল্পিক ছোঁয়া দিতে পারে বুভিয়ার ডেস ফ্লান্ডেস। বাকিগুলোর বেলায় ঠিক রাখতে হবে প্রশিক্ষণের যথার্থতা। এর বাইরে আনুগত্যের পরীক্ষায় এদের কেউই নিরাশ করবে না নিজেদের মালিককে।