প্রশ্ন: ইসলামের দৃষ্টিতে ভ্রু প্লাক করার বিধান কী?
উত্তর: ফ্যাশন ও প্রদর্শনের জন্য প্রচলিত ভ্রু প্লাক করা ইসলামে নিষিদ্ধ। তবে যদি কারো ভ্রু অস্বাভাবিক বড় হয়ে এলোমেলো হয়ে যাওয়ার কারণে কুৎসিত দেখা যায়, তখন প্রয়োজন অনুযায়ী পরিষ্কার করে স্বাভাবিক অবস্থায় রাখার অনুমতি আছে। কিন্তু বিনা প্রয়োজনে ভ্রু প্লাক নিষিদ্ধ।
(বুখারি, হাদিস : ৫৯৩৯, রদ্দুল মুহতার : ৬/৩৭৩, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১২/৪১)

আমি একজন স্বপ্নবাজ। স্বপ্ন আঁকি হ্বদয়ের ভাষায় । কলমের আঁচড়ে জাগিয়ে তুলি শিল্প । গল্প কবিতা ছড়ায় আঁকিবুকি কাটি । আমি লিখি এখানটাতে মনের মাধুরি মিশিয়ে । স্বপ্নর কথা । দেশের কথা । ছন্দ আঁকি ছড়ায় ছড়ায় । কিংবা কবিতায় ।