ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেছে? এখন হারিয়ে যাওয়া আইডি কার্ড পুনরায় ডাউনলোড করার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনার হারিয়ে যাওয়া জাতীয় পরিচয় পত্র মাত্র এক সপ্তাহের (৭ দিন) মধ্যে হাতে পাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানাতে চলেছি।
হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড করার প্রয়োজনীয়তা
জাতীয় পরিচয় পত্র বা NID Card একজন ব্যক্তির রাষ্ট্রের নাগরিক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। নতুন সিম রেজিস্ট্রেশন থেকে শুরু করে বিকাশ, রকেট,নগদ ইত্যাদি মোবাইল ব্যাংকিং খোলার জন্য জাতীয় পরিচয় পত্রের আবশ্যিক প্রয়োজন। বিভিন্ন প্রকার সরকারি সেবা যেমন বয়স্ক ভাতা দরিদ্রদের সরকারি ত্রাণ এসবের ক্ষেত্রেও ভোটার আইডি কার্ডের প্রয়োজন হয়।
কখনো কখনো দুর্ঘটনা বা অজ্ঞতার কারণে ভোটার আইডি কার্ড হারিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে থাকে। এর ফলে ব্যক্তি ব্যাংক একাউন্ট খোলা থেকে শুরু করে যেসব ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন সকল ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। পূর্বে জাতীয় পরিচয় পত্র রি-ইস্যু বা পুনর্মুদ্রণের প্রক্রিয়াটি কঠিন থাকলেও বর্তমানে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই হারানো ভোটার আইডি কার্ড খুব সহজে ডাউনলোড করা সম্ভব।
হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম
হারানো ভোটার আইডি কার্ড পুনরায় ডাউনলোড করার জন্য প্রথমে থানায় একটি সাধারণ ডায়রি (GD) লিখিয়ে থানার সিল ও সাক্ষর সহ স্ক্যান করে নিতে হবে। তারপর এনআইডি ওয়েবসাইটে NID card re-issue জন্য আবেদন করতে হবে। জাতীয় পরিচয়পত্র রি-ইস্যুর কারণ হিসেবে হারিয়ে গেছে বাছাই করুন। এখন জিডি কপি আপলোড করে আবেদন সম্পন্ন করুন।
হারানো আইডি কার্ড পুনরয় ডাউনলোড করার জন্য রি ইস্যু ফি পরিশোধ করতে হবে। প্রথমবার আইডি কার্ড রেগুলার ক্যাটাগরিতে রি ইস্যু ফি ২৩০ টাকা। এর পর পুনরায় আবেদন করতে হলে এই ফিসের পরিমাণ বাড়বে। জাতীয় পরিচয় পত্র রি ইস্যু ফি তালিকা এই লিখার শেষের দিকে উল্লেখ করা হয়েছে।
হারানো জাতীয় পরিচয়পত্র রি-ইস্যু করুন
হারিয়ে যাওয়া জাতীয় পরিচয় পত্র ২টি উপায়ে পুনরায় হা হাতে পাওয়া যায়। ভোটার হওয়ার সময় এর উপর নির্ভর করে জাতীয় পরিচয় পত্র রি ইস্যু করার পদ্ধতি ভিন্ন ভিন্ন। যারা ২০১৯ সাল কিংবা তার পরবর্তী সময়ে ভোটার আইডি কার্ডের জন্য হালনাগাদ করেছে তারা চাইলে তাদের হারিয়ে যাওয়া এনআইডি কার্ডটি বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র ওয়েবসাইট থেকে যেকোনো সময় ডাউনলোড করে নিতে পারবে। ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম
আর যাদের ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র ২০১৯ সালের আগেই হয়ে গেছে এবং নির্বাচন কমিশন কর্তৃক NID Card বিতরণ করা হয়েছে তাদের ক্ষেত্রে, হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে থানায় জিডি দাখিল করতে হবে। থানায় দাখিল করা জিডি ব্যবহার করে অনলাইন মাধ্যমে হারানো আইডি কার্ডের জন্য রি-ইস্যু আবেদন করতে হবে।
ভোটার কার্ড হারিয়ে যাওয়ার দরখাস্ত
হারিয়ে যাওয়া ভোটার আইডি কার্ড পুনরায় ডাউনলোড করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিকটস্থ থানায় জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেছে প্রসঙ্গে একটি সাধারণ ডায়েরি জিডি লিখতে হবে। সাধারণ ডায়েরি লেখা হয়ে গেলে জিটি দুটি কপি সঙ্গে নিয়ে থানায় যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে জিডির কপি সংগ্রহ করতে হবে।
খেয়াল রাখতে হবে আপনি যে সাধারণ ডায়েরি করিয়েছেন তার মধ্যে যেন থানার সিল এবং যে অফিসার ইনচার্জ আপনার জিডি গ্রহণ করেছে তার নাম এবং তার পদবী উল্লেখ থাকে। এখন আপনার কাজ এই সাধারণ ডায়েরির কপিটি স্কিন করিয়ে নেওয়া অথবা মোবাইলে সুন্দর করে ছবি তুলে সংগ্রহ করা।
