রাজধানীর বনশ্রীতে হিফজ শিক্ষক আবশ্যক

ডেস্ক: রাজধানীর ঢাকার বনশ্রীতে অবস্থিত হাজী আক্কাস আলী জামিয়া ইসলামিয়া মাদরাসায় হিফজ শিক্ষক নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের ২৭ অক্টোবর (শুক্রবার) আছরের নামাজের পর মাদরাসার অফিস কক্ষে উপস্থিত থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: হুফফাজ ট্রেনিং থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন, মিষ্টি কণ্ঠস্বর, উত্তর চরিত্রের অধিকারী হতে হবে। ছাত্র গড়ার মানসিকতা থাকতে হবে।

সুবিধা: বেতন ও সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে।

যাতায়াত: ঢাকার যেকোন জায়গা থেকে রামপুরা ব্রিজ। সেখান থেকে মেরাদিয়া বাজার। রিক্সাযোগে মেরাদিয়া মধ্যপাড়া (বনশ্রী ই ব্লগ, ৮নং রোড সংলগ্ন)।

যোগাযোগ: মুহতামিম- 01715-077768, সভাপতি- 01817-016762