ডেস্ক: ঘি ভারতীয় উপমহাদেশে উদ্ভূত হওয়া পরিশোধিত মাখন। এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন, খনিজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সুস্বাস্থ্যের জন্য ঘি খাওয়ার অনেক গুণের কথা আমরা জানি। সেই সঙ্গেই রয়েছে প্রচুর বিউটি বেনিফিটও। প্রতিদিনের রূপচর্চায় তাই অবশ্যই রাখুন ঘি।
ডার্ক সার্কল : ঘুমানোর আগে ঘি চোখের পাতা ও চোখের কোলে লাগান। সকালে উঠে জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এই রুটিন মেনে চললে চোখের কোলের কালি দূর হবে।
ফাটা ঠোঁট : আঙুলের ডগায় অল্প ঘি নিয়ে ফাটা ঠোঁটে লাগান। সারা রাত লাগিয়ে রাখুন। সকালে উঠে নরম, সুন্দর ঠোঁট পেয়ে যাবেন।
শুষ্ক ত্বক : ঘি গরম করে স্নানের আগে সারা গায়ে মাসাজ করুন। মুখ যদি খুব শুষ্ক হয় তাহলে পানির সঙ্গে ঘি মিশিয়ে মুখে মাসাজ করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
নির্জীব ত্বক : ত্বক ময়শ্চারাইজ করতে ঘি, দুধ ও বেসন মিশিয়ে প্যাক তৈরি করে লাগান। ২০ মিনিট রেখে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
চুল : চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যায় ঘি গরম করে লাগান। ১ ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।

জন্ম কুমিল্লায়। আব্দুল্লাহেল মুহিত ও আঞ্জুমান নাহারের বড় ছেলে। কুমিল্লার জেলার দেবিদ্বার উপজেলার দুয়ারিয়া গ্রামে বাড়ি। গাছ-গাছালির ছায়ায়, লতাগুল্মের সাথে বড় হওয়া। পাখি ও ফড়িংয়ের পেছনে ছুটে আর ছিপ-নাটাই হাতে কেটেছে শৈশব। তবে কৈশোর কেটেছে নাগরিক শহর ঢাকায়। পড়ালেখার হাতেখড়ি মায়ের কাছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় ‘কুমিল্লা পলিটেকনিক্যাল কোয়ার্টার স্কুলে’। চতুর্থ শ্রেণি পর্যন্ত নিজ গ্রামের প্রাইমারি স্কুলে পড়া হয়। পরে পাশের গ্রামের মাদরাসায় পড়া শুরু। পাঠের শেষ হয় ঢাকায়। লেখালেখি শুরু ছড়া-কবিতা দিয়ে, তবে থিতু হওয়া গল্প-উপন্যাসে। অনেক ব্যস্ততার মধ্যেও কাব্যচর্চা বাদ পড়েনি। ভিন্ন ভিন্ন লিটলম্যাগে লেখা প্রকাশ হলেও বনে-বাদাড়ে কিশোর দল প্রকাশিত প্রথম বই। আওয়ার ইসলাম নামের একটি অনলাইন নিউজ পোর্টালে সাব-এডিটর হিসেবে কাজ করা হয় পাঁচ বছর। চলমান সময়ে নতুন কর্মক্ষেত্রে ব্যস্ত সময় পার হচ্ছে।