সূর্যগ্রহণ নিয়ে যত কুসংস্কার; ইসলাম কী বলে

আব্দুল্লাহ আফফান।।

সূর্য বা চন্দ্রগ্রহণকে (Solar and lunar eclipses) ঘিরে পৃথিবীর বিভিন্ন জায়গাতেই নানারকম ‘ধারণা’ চালু রয়েছে। এসব ধারণার কোন ভিত্তি নেই। সূর্যগ্রহণ সম্পর্কে কয়েকটি ভুল ধারণা—

১. রান্না করা, খাবার খাওয়া
সূর্যগ্রহণের (solar eclipse) সময় কোনো ধরণের খাবার (food) বা পানীয় (drink) গ্রহণ করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেক জায়গায় এরকমও ধারণা রয়েছে যে সূর্যগ্রহণের সময় রান্না করা হলে সেটিও অমঙ্গলজনক।

২. গর্ভবতী নারীদের বাইরে বের হওয়া
সূর্যগ্রহণের সময় গর্ভবতী (pregnant) নারীরা ঘরের বাইরে বের হলে গর্ভের সন্তানের শরীরে বিশেষ ধরণের জন্মদাগ থাকতে পারে। এমনকি সন্তানের হৃৎপিণ্ডে ছিদ্র থাকা বা বিকলঙ্গতা নিয়েও সন্তান জন্ম নিতে পারে। তাই ‘সংস্কার’ আছে, সূর্যগ্রহণের সময়ে গর্ভবতী নারীদের ঘরের বাইরে যাওয়া ঠিক হবে না।

৩. ভ্রমণ না করা
সূর্যগ্রহণ চলাকালীন ভ্রমণ করলে তা অমঙ্গলজনক— এমন একটি ধারণা প্রচলিত রয়েছে অনেক মানুষের মধ্যেই।

ধারণা রয়েছে যে, সূর্যগ্রহণের সময় ভ্রমণ করলে গ্রহণের সময় সূর্য থেকে নিঃসৃত ক্ষতিকর রশ্মি গায়ে লেগে ত্বকের ক্ষতি করতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক নওরীন আহসান বলেন, গ্রহণের সময় সূর্য থেকে আলাদা কোনো ক্ষতিকর রশ্মি নিঃসরণ হয় না, কাজেই আলাদাভাবে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না।

আরও পড়ুন: সূর্যগ্রহণ কী ও কীভাবে হয়? সূর্যগ্রহণ কত রকমের!

৪. গ্রহণের পর গোসল করা
সূর্যগ্রহণের ফলে তথাকথিত যেসব ক্ষতিকর রশ্মি শরীরের সংষ্পর্শে আসে, সেসব রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে গ্রহণের শেষে গোসল করার উপদেশ দেয়া হয়ে থাকে কিছু ক্ষেত্রে।

এই ধারণাটিও সম্পূর্ণ অবৈজ্ঞানিক বলে মন্তব্য করেন অধ্যাপক নওরীন আহসান। “সাধারণ অবস্থায় সূর্যের রশ্মি গায়ে লাগলে যতটা ক্ষতি হোতো, সূর্যগ্রহণের সময় তার চেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা নেই। কাজেই সূর্যগ্রহণের সময় যে আলাদাভাবে অতিরিক্ত ক্ষতি হবে, এই ধারণার কোনো ভিত্তি নেই।”

আরও পড়ুন: চন্দ্রগ্রহণ কী ও কীভাবে হয়? চন্দ্রগ্রহণ কত রকমের!

৫. এসব ছাড়াও আরও কিছু কুসংস্কার— গ্রহণের সময় গর্ভবতী মায়েরা কোনও কিছু খেলে সন্তান পেটুক হয়। এ সময় কিছু কাটলে, বিশেষ করে মাছ কাটলে ঠোঁট কাটা, কান কাটা বা নাক কাটা সন্তানের জন্ম হয়। এছাড়াও বলা হয়, সূর্যগ্রহণের সময় গাছের ডাল ভাঙলে বা বাঁকানোর চেষ্টা করলে হাত-পা বাঁকানো (পোলিও) সন্তানের জন্ম হয়। গ্রহণের সময় খেতে নেই, তৈরি করা খাবার ফেলে দিতে হয়।

সূর্যগ্রহণের এসব ধারণা বিষয়ে ইসলাম কী বলে?

সূর্যগ্রহণের সময় মুসলিমরা (Muslim) কি করবে তা রাসূল সা. শিখিয়েছেন। সূর্যগ্রহণের সুন্নাত আমল হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা, নামাজ পড়া এবং সাদকা করা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসব আমলগুলোর মাধ্যমে সূর্যগ্রহণ অতিবাহিত করেছেন।

নারীরাও সূর্যগ্রহণের সময় ঘরে একাকি নামাজ (prayer) আদায় করবেন। নামাজ শেষে জিকির, দোয়া, তাওবা-ইসতেগফার, দান-সাদকার মাধ্যমে কাটানো উত্তম।

আরও পড়ুন: সূর্যগ্রহণের সময় নামাজ পড়ার নিয়ম

এছাড়া ভিন্ন কোন কাজ বা আমল ইসলামে বলা হয়নি। গ্রহণের সময় গর্ভবতী মায়েরা কোনও না খাওয়া, কোন কিছু না কাটা, গাছের ডাল না ভাঙা বা না বাঁকানো, গ্রহণের সময় না খাওয়া, এ সময়ে তৈরি করা খাবার ফেলে দেয়া— এসবই ভ্রান্ত ধারণা। যুগ যুগ ধরে মানুষের মাঝে লালন করা কুসংস্কার (superstition)।

গ্রহণকে ঘিরে এমন বিশ্বাসও রয়েছে, যেগুলোর উপর বিশ্বাস রাখলে ঈমানের ক্ষতি হবার সম্ভাবনা আছে। এ সময় শরীয়ত কারো জন্যে কোনো বাধ্যবাধকতা বা কোনো বিধিনিষেধ আরোপ করেনি। তাই এসব ভ্রান্ত বিশ্বাস থেকে বেঁচে থাকা সবার জন্যে কর্তব্য।