সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: জুনিয়র চ্যানেল অফিসার।
পদসংখ্যা: নির্ধারিত না।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে যেকোনো বিষয়/বিভাগে স্নাতক পাস। যেকোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও, সরকারি অফিস অথবা অন্য কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ তারিখে সর্বোচ্চ বয়স ৩৩ বছর।
কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর চাকরির জন্য নির্বাচিত প্রার্থীকে সারা দেশে সম্প্রসারিত যেকোনো ফাস্ট ট্র্যাকে পদায়ন করা হবে।
বেতন ও সুযোগ সুবিধা: এক বছর শিক্ষানবিশকালে সর্বসাকল্যে বেতন ৩০,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে বেতন ও অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুসারে প্রযোজ্য হবে।
আবেদনের যোগ্যতা: আগ্রহীদের একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সব পরীক্ষার সনদপত্র ও চাকরির অভিজ্ঞতার প্রমাণপত্র স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ: ৩১ মে, ২০২৩।

জন্ম কুমিল্লায়। আব্দুল্লাহেল মুহিত ও আঞ্জুমান নাহারের বড় ছেলে। কুমিল্লার জেলার দেবিদ্বার উপজেলার দুয়ারিয়া গ্রামে বাড়ি। গাছ-গাছালির ছায়ায়, লতাগুল্মের সাথে বড় হওয়া। পাখি ও ফড়িংয়ের পেছনে ছুটে আর ছিপ-নাটাই হাতে কেটেছে শৈশব। তবে কৈশোর কেটেছে নাগরিক শহর ঢাকায়। পড়ালেখার হাতেখড়ি মায়ের কাছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় ‘কুমিল্লা পলিটেকনিক্যাল কোয়ার্টার স্কুলে’। চতুর্থ শ্রেণি পর্যন্ত নিজ গ্রামের প্রাইমারি স্কুলে পড়া হয়। পরে পাশের গ্রামের মাদরাসায় পড়া শুরু। পাঠের শেষ হয় ঢাকায়। লেখালেখি শুরু ছড়া-কবিতা দিয়ে, তবে থিতু হওয়া গল্প-উপন্যাসে। অনেক ব্যস্ততার মধ্যেও কাব্যচর্চা বাদ পড়েনি। ভিন্ন ভিন্ন লিটলম্যাগে লেখা প্রকাশ হলেও বনে-বাদাড়ে কিশোর দল প্রকাশিত প্রথম বই। আওয়ার ইসলাম নামের একটি অনলাইন নিউজ পোর্টালে সাব-এডিটর হিসেবে কাজ করা হয় পাঁচ বছর। চলমান সময়ে নতুন কর্মক্ষেত্রে ব্যস্ত সময় পার হচ্ছে।